গুলশান থানা
খালেদার বাসার সামনে বালুর ট্রাক: গুলশান থানার সাবেক ওসি রিমান্ডে
২০১৩ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন রফিকুলকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুল ইসলাম সৈকত।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী আনিসুল হক ২ দিনের রিমান্ডে
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চান। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
বাসার সামনে বালুর ট্রাক রাখা ও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাগরিক অধিকার হরণের দায়ে শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে গত ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আব্দুল লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরিফুল ইসলাম শাওন।
মামলার এজাহারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ১ নম্বর এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় অপর উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।
২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন শুরু করে। ২৯ ডিসেম্বর ২০১৩ ‘মার্চ অব ডেমোক্রেসি’র ডাক দেয় বিএনপি। সেখানে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা। এর আগেই ২৮ ডিসেম্বর গভীর রাতে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র গেটের সামনে ও আশপাশে বালুভর্তি পাঁচ থেকে ছয়টি ট্রাক এলোমেলো করে রেখে উল্লেখিত আসামিরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং বেগম খালেদা জিয়ার বাসভবনের গেট বন্ধ করে দেন।
আরও পড়ুন: ছাত্রলীগের নেতা সম্রাট ৪ দিনের রিমান্ডে
২ মাস আগে
রাজধানীতে ডিবিসি নিউজের প্রডিউসারের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রডিউসারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আবদুল বারী (২৮) ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় বারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, বারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পড়ুন: জামিন পেলেন সাংবাদিক ফজলে এলাহী
২ বছর আগে
মুনিয়ার মৃত্যু: দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস মন্ত্রীর
মুসারাত জাহান মুনিয়ার মৃত্যুর জন্য যারা দোষী বলে অভিযুক্ত হবেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন।
বুধবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ন্যায়বিচার চায় মুনিয়ার পরিবার
তিনি বলেন, 'আমি স্পষ্টভাবেই বলছি যে আইন অনুসারে সবকিছু হবে ... আইন তার নিজস্ব গতিতে চলবে। যেই অপরাধী হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই, তদন্তের পরেই আমরা এ বিষয়ে আরও কিছু বলতে পারব।'
সোমবার ঢাকার গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা জেলার মনোহরপুরের মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের মেয়ে ২১ বছর বয়সী মুসারাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: গুলশানে তরুণী নিহত: বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
লাশ উদ্ধারের পর নিহতের বোন নুসরাত জাহান মঙ্গলবার সকাল দেড়টার দিকে গুলশান থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।
মামলায়, নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ২১ বছর বয়সী এই কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় একমাত্র অভিযুক্ত করেছেন।
৩ বছর আগে
জি কে শামীম ও তার দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ
গুলশান থানায় দায়ের করা অস্ত্র মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
৪ বছর আগে