জমি নিয়ে বিরোধ
রংপুরে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
রংপুরের কাউনিয়ায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে নিকটাত্মীয়ের ছুরিকাঘাতে হুমায়ুন আহমেদ (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। তিনি উপজেলার বিনোদন মাঝি গ্রামের জহুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল হক জমি বন্ধক রেখেছিলেন একই গ্রামের আত্মীয় মহির উদ্দিনের কাছে। পরে মহির সেই জমি অন্যের কাছে বেশি দামে বন্ধক দেন। এ নিয়ে ২৩ জুলাই স্থানীয় একটি স্কুলের সামনে হুমায়ুন ও তার ভাই হাছেনুরের সঙ্গে মহির উদ্দিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মহির ছুরি দিয়ে হুমায়ুনের বুকে আঘাত করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে ছুরিকাঘাত
নিহতের বড় ভাই হাছেনুর অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন বলেন, ‘বিনোদন মাঝি গ্রামের জহুরুল হক ও মহির উদ্দিন চাচাতো ভাই। জমি বন্ধকের টাকাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এটি কাম্য নয়। পুলিশ তদন্ত করে হত্যাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৪৬ দিন আগে
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১৫ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন ( ৪০), গোলাম শহিদের ছেলে বলু মিয়া ( ৫৫) ও ফুলবাবু ( ৫০)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহাজাহান মিয়া ও রাজু মিয়া পক্ষের মধ্যে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। জমিটি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ২০
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং নিহত তিনজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওসি লুৎফর রহমান।
১৫৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই আব্দুর রশিদ নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে জেলা পৌরসভার চরমোহনপুর লাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৪৮) ওই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বিকাশ আলী পলাতক রয়েছেন।
আরও পড়ুন: মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বিকাশ আলী বড় ভাই আব্দুর রশিদকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্ত করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৯৬ দিন আগে
গুলিবিদ্ধ সেই সাবেক যুবদল নেতার মৃত্যু
নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত হওয়ার ২৩ দিন পর সাবেক যুবদল নেতা আব্দুল মজিদের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবন থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আব্দুল মজিদ নওগাঁ শহরের সাহাপুর এলাকায় বাসিন্দা। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন তিনি।
এর আগে, গত ২ নভেম্বর রাত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড়ে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মজিদকে গুলি করে। সেই সময় মজিদের দুই ভাই কাবিল হোসেন ও শফিকুল ইসলাম এবং স্থানীয় সুবিদ আলী হামলাকারীদের বাধা দিতে গেলে তারাও জখম হন।
সেদিন থেকেই আব্দুল মজিদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় জামায়াত নেতার মৃত্যু
এ ঘটনায় মামলা হলে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও মামলার এজহার সূত্রে জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক নেতার দখলে থাকা জমি উদ্ধারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গত ২ নভেম্বর রাতে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আব্দুল মজিদের ওপর হামলার ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, গুলিবিদ্ধ আব্দুল মজিদকে বাড়িতে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিৎকিসা দেওয়ার লক্ষ্যে স্বজনেরা সোমবার তাকে নিজের বাসায় নিয়ে আসেন। বাড়িতে আসার পর গতকাল রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে মজিদের মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার বেলা ১২টায় নওগাঁ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি আরিফ দেওয়ানসহ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এছাড়া প্রধান আসামি মোহাম্মদ আলীসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এদিকে, মঙ্গলবার দুপুরে সাহাপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ
৩৯৩ দিন আগে
নওগাঁয় জমি নিয়ে বিরোধ, এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁয় নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল মান্নানের বিরুদ্ধে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সুলতানপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে আব্দুল মান্নানের সঙ্গে নজরুলের দ্বন্দ্ব চলছিল। আজ সকালে নজরুলের রোপণ করা আমগাছগুলো কেটে ফেলেন মান্নান। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে নজরুলকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান মান্নান। পরে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় টিকটকার মুন্নিকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২
নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা বলেন, ‘মান্নান ও তার পরিবার প্রায়ই আমার ভাইকে হত্যার হুমকি দিত। তারাই পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে তাকে হত্যা করেছে।’
এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মান্নান, নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সদর মডেল থানায় মামলা করা হবে।’
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে দেশ টিভির এমডি আরিফ গ্রেপ্তার
৩৯৯ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ১০
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর রানীবাড়ি চাঁদপুর-গাবতলার মৃত গোলাম মোস্তফার ছেলে।
আরও পড়ুন: মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মংলুর সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর ঘটনাস্থলেই মারা যান।
আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে সেতু থেকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
৪১০ দিন আগে
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
দিনাজপুরে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে ছোট ভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ এপ্রিল) হত্যার ওই ঘটনা ঘটেছে জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায়।
রাসেল রানা বাবু (২৪) জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হাসান আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বসতভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বুধবার সকাল ৮টার দিকে ছোটভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে বড় ভাই মাসুদ রানা (৪০) ও ভাবি রিমা বেগম এবং ভাতিজা ফারহান আলী রনক।
আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আহত রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিকাল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। অন্যদিকে আত্মগোপন করেছেন অভিযুক্তরা।
আরও পড়ুন: নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
৬১৫ দিন আগে
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, পৌরসভার কর্মচারী খুন
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ায় সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লা (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় মূল অভিযুক্ত ডিশ ব্যবসায়ী হুমায়ুন আহমেদ ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি করতে মাঠপাড়ার বাড়িতে ঢুকে পেটালে মাটিয়ে লুটিয়ে পড়েন উজ্জ্বল মোল্লা। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে ক্যামেরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ফটোগ্রাফারকে খুন, গ্রেপ্তার ৫
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঠপাড়ায় একটি জমির ওয়ারিশ ক্রয় করেন হুমায়ুন আহমেদ। এই নিয়ে উজ্জ্বল মোল্লার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালানো হয়।
নিহত উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা জানান, হুমায়ুন ও তার ভাই দলবল নিয়ে গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আমার বড় ভাই উজ্জ্বল মোল্লাকে ব্যাপক মারধর করে চলে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিক প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমি সংক্রান্ত রিবোধের কারণে এই হামলা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
চট্টগ্রামে দোকান কর্মচারীর হাতে আরেক কর্মচারী খুনের অভিযোগ
৬৫৯ দিন আগে
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষের ৫ দিন পর আহত নারীর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত হেলানা খাতুন ওই উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা।
সাঘাটা থানা সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের শফি মিয়ার সঙ্গে পাশের বাড়ির তসলিম উদ্দিনের কথাকাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
এ ঘটনায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন হেলানা খাতুন। পরে তাকে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে আহত হেলানার মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
৬৮৯ দিন আগে
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধ, দুই যুবককে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজন বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ইছামতি গ্রামের ঠান্ডুর ছেলে আল-আমিন (৩২) ও একই গ্রামের ফরহাদ খানের ছেলে আল আমিন শেখ (৩৫)।
আরও পড়ুন: জয়পুরহাটে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
স্থানীয়রা জানায়, ইছামতি গ্রামের হায়দার গ্রুপ ও বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে হায়দার গ্রুপের লোকজন ইছামতি গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে বাচ্চু গ্রুপের সমর্থক আল-আমিন ও আল আমিন শেখকে কুপিয়ে পালিয়ে যায়। এতে আল-আমিন ঘটনাস্থলেই মারা যান।
আর আল আমিন শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। রাত থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: নাটোরে গুলিতে নারীসহ ৪ জন আহত
ফরিদপুরে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুনের অভিযোগ
৭৯৬ দিন আগে