কিসি কা ভাই কিসি কা জান
বাংলাদেশেও আজ মুক্তি পাচ্ছে 'জাওয়ান'
চলতি বছর বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’ ও ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা দুটি। তবে সেগুলো যখন এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ততদিনের পুরো বিশ্বে মুক্তির কয়েক মাস হয়ে যায়।
তাই শাহরুখ খান ও সালমান খানের সিনেমা হয়েও ব্যবাসায়িক সুবিধা করতে পারেনি আমদানিকারি প্রতিষ্ঠান।
তবে শাহরুখের ‘জাওয়ান’ নিয়ে আলোচনা ছিল ভিন্ন।কারণ বলা বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও দেখা যাবে সিনেমাটি। ব্যবসায়িক দিক থেকে এটি যেমন সম্ভাবনাময় ছিল তেমনি আলোচনাও বেশ।
এদেশের শাহরুখ ভক্তরা অধীর অপেক্ষায় ছিল ৭ সেপ্টেম্বরের জন্য। কারণ আজ (৭ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘জাওয়ান’।
আরও পড়ুন: বাংলাদেশে কবে মুক্তি পাবে ‘জাওয়ান’
গতকাল (৬ সেপ্টেম্বর) সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। আজ দুপুর পর্যন্ত মুক্তি অনিশ্চিত থাকলেও অবশেষে আনকাট সেন্সর পেলো 'জাওয়ান'। আর আজকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে বলিউড বাদশাহর এই সিনেমা।
খবরটি নিশ্চিত করে পরিবেশক অনন্য মামুন ইউএনবিকে বলেন, এটি অবশ্যই আশাবাদের বিষয় যে বিশ্বব্যাপী মুক্তির দিনই বাংলাদেশের দর্শক হলে গিয়ে 'জাওয়ান' দেখতে পাবে। মোট ৪৮ হলে সিনেমাটি মুক্তি পাবে।
মামুন আরও জানান, আজ (৭ সেপ্টেম্বর) থেকে সিনেপ্লেক্সেগুলোয় ' জাওয়ান' দেখা যাবে। আগামীকাল থেকে সিঙ্গেল স্ক্রিনের হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
দক্ষিণভারতের নির্মাতা অ্যাটলির এই সিনেমায় শাহরুখ ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোনকে!
আরও পড়ুন: বিশ্বব্যাপী মুক্তির দিন বাংলাদেশে 'জাওয়ান’
১ বছর আগে