পানিতে চুবিয়ে
কুমিল্লায় প্রতিশোধ নিতে পানিতে চুবিয়ে চাচাতো ভাইকে হত্যা
কুমিল্লার বরুড়ায় এক যুককের বিরুদ্ধে পানিতে চুবিয়ে আপন চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে জামায়াত আমির-সাধারণ সম্পাদকসহ আটক ৫
নিহত ইব্রাহিম খলিল (৭) বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার মাসুদ রানার ছেলে।
অভিযুক্তের নাম আল আমিন (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, তার চাচা মাসুদ রানা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সেখানে তাকে চাকরি দেন। কিন্তু পছন্দ না হওয়ায় ওই কাজে অপারগতা প্রকাশ করেন সে। এ নিয়ে চাচার সঙ্গে বাকবিতণ্ডা হয়। চাচা তাকে থাপ্পড় মারে। এই ক্ষোভে সে চাচাতো ভাই ইব্রাহিম খলিলকে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে একটি গর্তের পানিতে চুবিয়ে শিশুটিকে তাকে হত্যা করে। হত্যার পর লাশ কচুপাতা দিয়ে ঢেকে রাখে। পরদিন মাটি খুঁড়ে লাশ চাপা দেয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু
নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
১ বছর আগে