১২ দিন
অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯৮৬ মিলিয়ন ডলার
অক্টোবরের প্রথম ১২ দিনে ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের প্রবণতা ঊর্ধ্বমুখী হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত একদিনে ৮.২২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
আরও পড়ুন: জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সোমবার পর্যন্ত রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে ২৪৫.৫৭ মিলিয়ন রেমিট্যান্স এসেছে, যার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকেই এসেছে ৪৪.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৬৯৩.৫৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ৫টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে ২.৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১.৯১ বিলিয়ন ডলার, আগস্টে ২.২২ বিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে ২.৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, বছরের ব্যবধানে ৮০.২ শতাংশ বৃদ্ধি
সেপ্টেম্বরের ২১ দিনে বাংলাদেশে ১.৬৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
১ মাস আগে
২৩ সেপ্টেম্বর থেকে ১২ দিনের কর্মসূচি ঘোষণা আ. লীগের
২৩ সেপ্টেম্বর থেকে ১২ দিনের জন্য ঢাকা ও রাজধানীর বাইরে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
মঙ্গলবার ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি অনুমোদন
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৫ সেপ্টেম্বর মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় সমাবেশ করবে এবং দুপুর আড়াইটায় যাত্রাবাড়ীতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ করবে।
২৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিন মিরপুরের কাফরুলে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
২৮ সেপ্টেম্বর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।
২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষক লীগ দুপুর আড়াইটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে কৃষক সমাবেশের আয়োজন করবে।
৪ অক্টোবর দুপুর আড়াইটায় চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।
সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পাঁচটি রোডমার্চসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করার একদিন পর আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা আসে।
কার্যক্রমের কর্মসূচি ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
আরও পড়ুন: বৃহত্তর স্বার্থে আ. লীগের সঙ্গে কাজ করবে বিজেপি: জে পি নাড্ডা
জনগণই আ. লীগের প্রভু, আর কেউ নয়: বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী
১ বছর আগে
১২ দিনের মাথায় সিলেটে আবারও ভূমিকম্প
১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ৪ দশমিক ১৯ মাত্রায় ভূমিকম্প হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।
উল্লেখ্য, এর আগে গত ১৪ ও ২৯ আগস্ট সিলেটসহ সারাদেশে ভূমিকম্প হয়েছিল। অবশ্য এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
আরও পড়ুন: ঢাকাসহ সারা দেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
১ বছর আগে