১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ৪ দশমিক ১৯ মাত্রায় ভূমিকম্প হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।
উল্লেখ্য, এর আগে গত ১৪ ও ২৯ আগস্ট সিলেটসহ সারাদেশে ভূমিকম্প হয়েছিল। অবশ্য এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।