সোহান
ইফতিখার-সোহানের ব্যাটে রংপুরের লড়াকু পুঁজি
সিলেটের বোলারদের তোপে ইনিংসের প্রথমার্ধে খানিকটা কাবু হয়ে থাকলেও শেষার্ধে খোলস ছেড়ে বের হয়ে আসেন ইফতিখার আহমেদ-নুরুল হাসান সোহানরা। এই দুই ব্যাটারের দৃঢ়তায় শেষ পর্যন্ত সিলেটের সামনে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করেছে রাইডার্স।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে সোহানের দল।
দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৪৭ রান করেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। ৪২ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ২৪ বলে দুটি ছক্কা ও চারটি চার মেরে ৪১ রান করেন অধিনায়ক সোহান।
সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব ও আল-আমিন হোসেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রথম ম্যাচে জয় পাওয়া রংপুর অধিনায়ক। প্রথম দুই ওভারে ২১ রান তুলে ভালো শুরুর ইঙ্গিতও দেয় তার দল। তবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই তানজিমের বলে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে মিড অফে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স হেলস (৬)। পরের ওভারেই সাইফ হাসান (৪) ও স্টিভেন টেইলরকে (১২) সাজঘরে ফেরান নিজের প্রথম ওভারে ১৭ রান দেওয়া আল-আমিন। ফলে ৫ ওভারে ২৮ রান তুলতেই তিন টপ-অর্ডার ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় রংপুর।
আরও পড়ুন: চিটাগংকে হারিয়ে বিপিএল অভিযান শুরু খুলনার
এরপর উইকেটে থিতু হতে ধীর লয়ে খেলতে থাকেন ইফতিখার ও খুশদিল শাহ। ৩৮ বলে ৪১ রানের জুটি গড়ে দ্বাদশ ওভারে বিদায় নেন খুশদিল (২১)। এরপর অধিনায়ক সোহানের সঙ্গে আরও একটি বড় জুটির পথে এগোন ইফতিখার। এ সময় থেকে তারা রানের গতি বাড়ানোরও চেষ্টা শুরু করেন এবং তাতে সফল হন এই দুই ব্যাটার। ৪১ বলে ৬৫ রানের জুটি গড়েন তারা। এরপর বড় শট নিয়ে ১৮.১তম ওভারে ক্যাচ হয়ে ফেরেন সোহান। সোহান আউট হলে ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে ইনিংসের এক বল বাকি থাকতে ফিরতে হয় শেখ মেহেদীকে। শেষ বল খেলতে ক্রিজে এসে ২ রান করেন সাইফউদ্দিন। অপর প্রান্তে ৪২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ফলে ১৫৫ রানে থামে রংপুরের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স: ১৫৫/৬ (ইফতিখার ৪৭*, সোহান ৪১, খুশদিল ২১; তানজিম সাকিব ২/২৭, আল-আমিন ২/৩১)।
৮৫ দিন আগে
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
একদিন আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী। আর পরদিনই পৃথিবীর মায়া ত্যাগ করেন সোহানুর রহমান সোহান।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
ঢালিউডের অনেক ব্যবসার সফল সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। যারমধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সবচেয়ে জনপ্রিয়। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’।
সোহানুর রহমান সোহানের হাত ধরে অনেকেই তারকা খ্যাতি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান, শাকিব খান প্রমুখ।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
৫৬০ দিন আগে