বাড়িতে হামলা
চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে হামলা, জেলা আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
চাঁদপুর শহরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসভবন, জেলা আওয়ামী লীগরে কার্যালয়, সদর উপজলো ভুমি অফিস, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা পরিষদ চয়োরম্যান ওসমান গনি পাটোয়ারীর অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নসিংযোগ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ আগস্ট) দিনভর দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলশি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংর্ঘষ হয়।
করছেন।
আরও পড়ুন: বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
এতে পুলিশ সাংবাদিক, শিক্ষার্থীসহ আহত হয়েছেন শতাধিক মানুষ।
বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অসহযোগ কর্মসূচির পক্ষে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় পাল্টাপাল্টি ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় বেশ কয়কেজন আহত হন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত ২৪ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খাঁন ইউএনবিকে বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরেও ভাঙচুর চালায়। তবে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কারফিউ ভেঙে রাজপথ দখল আন্দোলনকারীদের, সংঘর্ষ-গুলিতে আহত অর্ধশতাধিক
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
৪ মাস আগে
ঝিনাইদহে চ্যানেল ২৪-এর সাংবাদিককে পিটিয়ে আহত, বাড়িতে হামলা
ঝিনাইদহের শৈলকুপায় চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ‘চোর’ সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। এ সময় বাজারে নিজের ওষুধের দোকান থেকে বিপ্লব হোসেন বেরিয়ে এসে তার সঙ্গে তর্কে জড়ান।
এ সময় বিপ্লবের চাচা ফিরোজ আহমেদ ছুটে এসে সাদ্দামের গায়ে আঘাত করেন। তখন তিনি প্রতিহত করতে গেলে তারা দুজনে মিলে তাকে মারধর করেন। পরে সাদ্দামের পরিচিতজনেরা ছুটে এলে তারা সেখান থেকে সরে যান।
তখন সাদ্দাম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাদ্দামের বাড়িতেও হামলা চালানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাদ্দামের উপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে