ঝিনাইদহের শৈলকুপায় চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ‘চোর’ সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন উপজেলার গাড়াগঞ্জ বাজার সংলগ্ন মহেশপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন সাদ্দাম হোসেন। এ সময় বাজারে নিজের ওষুধের দোকান থেকে বিপ্লব হোসেন বেরিয়ে এসে তার সঙ্গে তর্কে জড়ান।
এ সময় বিপ্লবের চাচা ফিরোজ আহমেদ ছুটে এসে সাদ্দামের গায়ে আঘাত করেন। তখন তিনি প্রতিহত করতে গেলে তারা দুজনে মিলে তাকে মারধর করেন। পরে সাদ্দামের পরিচিতজনেরা ছুটে এলে তারা সেখান থেকে সরে যান।
তখন সাদ্দাম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাদ্দামের বাড়িতেও হামলা চালানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাদ্দামের উপর এই ন্যাক্কারজক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ