উদ্ভট প্রস্তাব
ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্পের ‘উদ্ভট প্রস্তাবের’ নিন্দা
পাবনার ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্প সংশোধনের দাবি জানিয়ে দখলদারদের উচ্ছেদ না করে স্থানীয় জনগণের জমি অধিগ্রহণ করে নদীর প্রস্থ বাড়ানোর পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘উদ্ভট প্রস্তাবের’ নিন্দা জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবি জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে
এ ছাড়া সেতু নির্মাণসহ বিভিন্ন খাতে ‘অপ্রয়োজনীয় অতিরিক্ত ব্যয়’- এর মতো প্রস্তাব বাদ দিয়ে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন না দেওয়ার দাবি জানান তারা।
অন্যথায় নদী পুনরুদ্ধারের নামে জনগণের অর্থ অপচয় ও লুটপাট করা হবে এবং নদীর তীরে অবৈধ দখলদারদের বৈধতা দেওয়া হবে বলে অভিযোগ করেন জাতীয় কমিটির নেতারা।
বিবৃতি অনুযায়ী, পানি সম্পদ মন্ত্রণালয় ‘পাবনা জেলার ইছামতি নদীর পুনরুজ্জীবন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।
৩৩ দশমিক ৭২ কিলোমিটার দীর্ঘ নদী খননের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৩৫ দশমিক ১৬ লাখ টাকা। এর মধ্যে ১৬০ হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ৫২৯ কোটি টাকা।
এ ছাড়া নদীর উপর নির্মিত ২২টি পুরাতন সেতু ভেঙে ২৩টি নতুন সেতু নির্মাণের প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
আরও পড়ুন: ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রূপসায় নদী ভাঙন, ৫২৫ হেক্টর আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা
১ বছর আগে