১৭ ঘণ্টা
১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বন্ধ থাকার ১৭ ঘণ্টা পর চালু হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
রবিবার দুপুর ১২টা থেকে ফ্লাইট উঠা-নামা বন্ধ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোমবার (২৭ মে) সকাল থেকে পুনরায় রানওয়ের কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: উন্নত যাত্রীসেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়া হবে: বিমানমন্ত্রী
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবার ভোর ৫টা থেকে যথারীতি নিয়মিত কার্যক্রম শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।’
এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে সোমবার ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে এ বিমানবন্দরে রবিবার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়িয়ে সোমবার ভোর ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের কার্যক্রম। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক ৭টি ও অভ্যন্তরীণ ৯টি ফ্লাইট মিলিয়ে মোট ১৬টি ফ্লাইট বাতিল হয়।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: চট্টগ্রাম বিমানবন্দরে দুপুর থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ
চট্টগ্রাম বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
৫ মাস আগে
ছেলেকে বাঁচানোর ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু পুত্রের জীবন বাঁচিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ঢুবুরি দল তার লাশ উদ্ধার করে।
শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পৌর শহরসংলগ্ন আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের লাশ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল উদ্ধার অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালানো হয়। এরপর বেলা ১১টায় রিমি আঞ্জুমের লাশ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের নিচ থেকে উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে যান রিমি আঞ্জুম, তার মেয়ে রোজা, ছেলে সাদ, শাশুড়ি ফাহিমা, ভাগনি তিথি ও আত্মীয় আলামিন। ব্রহ্মপুত্র নদের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে নৌকা নিয়ে কাশবন দেখতে যান। ফিরে আসার সময় রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। এসময় রিমি ছেলে সাদকে জীবিত নৌকায় তুলতে পারলেও নিজে পানির নিচে তলিয়ে যান।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
তিস্তায় নিখোঁজের ১৬ দিন পর এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার
১ বছর আগে