পায়ের রগ
নওগাঁয় বাড়ি ফেরার পথে স্কুল শিক্ষকের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
নওগাঁর আত্রাইয়ে আবুল হোসেন নামে স্কুল শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী আবুল হোসেন উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আরও পড়ুন: নওগাঁয় র্যাব হেফাজতে ভূমি অফিস সহকারীর মৃত্যু : অভিযোগ পরিবারের
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক আবুল হোসেন বিকালে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে মারধর করে দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত বিচার চাই।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দোলন আক্তার বলেন, শিক্ষক আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি শুধুমাত্র একটু চামড়ার সঙ্গে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার খবর পেয়েছি, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
নওগাঁয় একই ঘর থেকে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার
১ বছর আগে