মেডিক্স
ইসলামী ব্যাংক-মেডিক্স স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সহযোগী সংস্থা মেডিক্স একটি কর্পোরেট চুক্তি সই করেছে।
এই চুক্তির আওতায় ব্যাংকের গ্রাহক ও কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নথি বিনিময় করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এএফএম কামালউদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুরুল হক এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল আমরান, ইউনাইটেড হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলারাব্বী খান, সেন্টার অপারেশন অ্যান্ড কর্পোরেট মার্কেটিং এর প্রধান তারেক সামি রহমান এবং মেডিক্সের কর্পোরেট অ্যাকাউন্টস ম্যানেজার শরিফুল ইসলাম খান ইউসুফজাইসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক
`কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’পেল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক যুব উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে পারে : ড. সালেহউদ্দিন
১ বছর আগে