বিচ কার্নিভাল
কক্সবাজারে সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল ও পর্যটন মেলা শুরু আজ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জমকালো আয়োজনে কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী উৎসব।
২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবের উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।
এরই মধ্যে তারকামানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। চাঙাভাব ফিরবে পর্যটন ব্যবসায়।
পর্যটন মেলা ভালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কক্সবাজারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী।
আরও পড়ুন: কুড়িগ্রামে গঙ্গাপূজা ও দশহরা মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্ট থাকছে।
আর কার্নিভালে দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ড দল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালন গীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালা গানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা।
নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা-বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।
ব্র্যান্ডিং কক্সবাজারের প্রধান ইশতিয়াক আহমেদ জয় বলেন, প্রতি বছর হাজারো বিদেশি পর্যটক এখানে ভ্রমণে আসেন। তবে এখনো এই শহরের পর্যটন ব্যবস্থা আশানুরূপ ভাবে উন্নতি হয়নি, সংশ্লিষ্ট সকলে চেষ্টা করছেন বিদেশিদের কাছে এই শহরকে আকর্ষনীয় ভাবে তুলে ধরতে, যাতে তারা এই শহরের প্রতি আকৃষ্ট হয়।
বালুকাবেলায় নোনাজলের ফেনিল ছাপ এখন স্পষ্ট। সমুদ্রের গর্জন ধেয়ে আসে কিনারে। আছড়ে পড়ে ঢেউ। বালুকাবেলার গর্ত থেকে বেরিয়ে ছোটাছুটিতে ব্যস্ত লাল কাঁকড়ার দল।
একে অপরের সঙ্গে মেতেছে খুনসুঁটিতে। প্রকৃতিও বলে দিচ্ছে শীত আসছে, নিজের মতো করে নতুন সাজে সাজছে সৈকতের চারপাশ। এরমধ্যে পর্যটনি মেলা উপলক্ষে সৈকত নগরীও সেজেছে ছে নতুন সাজে।
আরও পড়ুন: গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা!
লাবণী মঞ্চের সামনে সড়কের দুপাশে তৈরি হয়েছে স্টল। হোটেল কল্লোলের সীমানাপ্রাচীর ঘেঁষেও দোকানপাট বসানো হচ্ছে। তিন রাস্তার মুখে বসানো নৌকা থেকে কিছু দূরে নির্মিত হয়েছে মঞ্চ।
১ বছর আগে