এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ওসমানী হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে তাকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নদী থেকে মা ও দুই ছেলে হাত বাঁধা লাশ উদ্ধার
পরে ঘটনাটি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ছেলেকে বাঁচানোর ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার
সিলেটে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে