আওয়ামী লীগের সাধারণ সম্পাদ
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: ওবায়দুল কাদের
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কারা নির্বাচনে অংশ নেবে বা কারা অংশ নেবে না সেদিকে নজর দেওয়া উচিত নয়।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত আছি : ওবায়দুল কাদের
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনী ইশতেহার কমিটির উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই বাস্তবতার আলোকে গণতন্ত্রের পথ অনুসরণ করতে হবে। সামনের দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
আরও পড়ুন: বিএনপি উন্নয়নের সুবিধা নেয় কিন্তু প্রশংসা করতে পারে না: ওবায়দুল কাদের
জো বাইডেন বলেছেন তিনি নির্বাচনে দাঁড়াবেন, কারণ ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার গণতন্ত্র ধ্বংস হবে। সেজন্য তার বয়স কোনো বিষয় নয়। এ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আজ বলছি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায়ন করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘আমাদেরও অ্যাকশনে যেতে হবে। ওই রকম ইশতেহার করেন। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা ভাবতে হবে। জলবায়ুর বিরূপ প্রভাব ভাবতে হবে। ২০২৬ সাল, উন্নয়নশীল দেশে উত্তরণ। সর্বোপরি ২০৪০ সাল আমাদের মাথায় রাখতে হবে। ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে এখন স্মার্ট বাংলাদেশ করতে হবে।’
আরও পড়ুন: খেলা হবে তারেক ও হাওয়া ভবনের বিরুদ্ধে: ওবায়দুল কাদের
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১ বছর আগে