খুলি জব্দ
গাইবান্ধায় মানুষের মাথার খুলি জব্দ, কবিরাজ আটক
গাইবান্ধার সাঘাটায় প্রতারণার অভিযোগে জয়নুল আবেদীন জয় নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মানুষের মাথার খুলি, যাদুর বই, ৭টি পুলিশের ওয়াকিটকি ও ৫৫ জনের নামের চেক জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
শুক্রবার দিবাগত রাতে ওই কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাঘাটা উপজেলার কালপানি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কেএনএফ-সেনাবাহিনীর গোলাগলিতে আহত ১, আটক ১
গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী দুঃস্থমাতা মহিলা সমিতি নামে একটি এনজিওর কর্মকর্তা ছিলেন জয়নুল আবেদীন জয়। তিনি ঋণ দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে সই করা চেক বন্ধক রাখতেন। চেক হাতে পেয়ে তিনি প্রতারণার আশ্রয় নিতেন। তিনি চেক প্রদানকারী লোকদের টাকা দেওয়ার নামে দিনের পর দিন ঘুরাতেন।
তিনি আরও বলেন, এক পর্যায়ে এনজিওটির দরজায় তালা লাগিয়ে গায়েব হয়ে যান। লোকজন খুঁজতে গিয়ে দেখেন তিনি তার বাড়িতে মরা মানুষের মাথার খুলি দিয়ে ঝাড়ফুক করতেন। নারী ও দুরারোগ্য রোগীকে ভালো করে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। দুরারোগ্য ব্যাধি ও নারীদের সন্তান জন্মের নামে কবিরাজি চিকিৎসা শুরু করেন। কিন্তু তার ওষুধে কোনো কাজ না হওয়ায় এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
তিনি বলেন, শুধু তাই নয় যারা ঋণের টাকা গ্রহণের জন্য তার কাছে চেক দিয়েছেন তাদের হুমকি দিয়ে টাকা আদায় করতেন। এভাবে চেকধারী ব্যক্তিদের ভয় দেখিয়ে অনেক টাকাও হাতিয়ে নেন। এমনকি কয়েকজন ব্যক্তির নামে আদালতে চেক জালিয়াতির মামলাও করেন।
পুলিশ সুপার বলেন, এসব অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ওই প্রতারকের বাড়িতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীন জয়কে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
১ বছর আগে