শিশু অধিকার সপ্তাহ-২০২৩
সোমবার বিশ্ব শিশু দিবস
‘আসুন শিশুদের জন্য বিনিয়োগ করি, ভবিষ্যৎ বিশ্ব গড়ি’- প্রতিপাদ্য নিয়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস উদযাপন করবে বাংলাদেশ।
বিশ্ব শিশু দিবস উদযাপনের পাশাপাশি ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিশু অধিকার সপ্তাহ-২০২৩ পালন করা হবে।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, ইউনিসেফ, জাতীয় ও আন্তর্জাতিক শিশু সংগঠন এবং উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
এরমধ্যে রয়েছে- কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালচিত্র, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের সংলাপ, খেলাধুলা, বৃক্ষরোপণ অনুষ্ঠান ও শিশুদের জন্য গোলটেবিল বৈঠক।
এ ছাড়াও বিভিন্ন শিশু সংগঠন শিক্ষা, উন্নয়ন, শিশুদের অধিকার এবং শিশু সুরক্ষার জন্য পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন বিশ্ব শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান সম্প্রচার করবে।
পোস্টার, পিভিসি, ফেস্টুন ব্যানারে সাজানো হবে ঢাকার ভবন ও গুরুত্বপূর্ণ মহাসড়ক।
সব জেলা ও উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১ বছর আগে