ওয়াটার পার্ক
মানা বে: মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক
মানসিক সুস্থতাই যেখানে মুখ্য, মৌলিক চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে চলা বিনোদনের দাবিটা সেখানে অকুন্ঠচিত্তে মেনে নেওয়া যায়। পরিবার, আত্মীয় স্বজন অথবা বন্ধু-বান্ধব নিয়ে আনন্দমুখর সময় কাটানো ভ্রমণের প্রশান্তিটাকে আরও একধাপ বাড়িয়ে দেয়। সেখানে খেলাধুলা আর মুক্ত পাখির মত নেচে-গেয়ে বেড়ানো জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর অবতারণা করে। আর যখন তাতে দেওয়া হয় নতুনত্ব বা উদ্ভাবনের পরশ, তখনি উন্মোচিত হয় বিনোদনের এক বিস্ময়কর দিগন্ত। এই দিগন্তকে আলিঙ্গন করতেই বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ স্বাগত জানাচ্ছে গোটা দেশবাসীকে। চলুন, সদ্য চালু হওয়া এই অভিনব পার্কটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দেশের প্রথম ওয়াটার পার্ক মানা বে’র উদ্বোধন
২২ ও ২৩ সেপ্টেম্বর বিশাল আড়ম্বরে উদ্বোধন করা হয় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানা বে। ২২ তারিখ শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয় এক প্রাণবন্ত কার্নিভাল দিয়ে। টানা দুই দিন মুন্সীগঞ্জের গজারিয়া মুখরিত হয়ে থাকে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল্ট ওয়াকিং, ব্যান্ড সঙ্গীতসহ নানা বর্ণাঢ্য আয়োজনে।
মানা বে’র চেয়ারম্যান মাসুদ দাউদ আকবানির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে পার্ক উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের জন্য। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। যুক্তরাজ্যের উপহাইকমিশনার ম্যাট ক্যানেল উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা ১০ মনোমুগ্ধকর জলপ্রপাত
১ বছর আগে