১৬ ঘন্টা
তিস্তায় নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার
গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর মঙ্গলবার (৩ অক্টোবর) মহসিন মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশুটি গত ২ অক্টোবর বিকালে বাবা নওশা মিয়ার সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়।
আরও পড়ুন: পূর্বধলায় রাস্তার পাশ থেকে শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, সোমবার তালুক বেলকা গ্রামের তিস্তার শাখা নদীতে শিশু মহসিন মিয়া তার বাবার সঙ্গে মুঠোজাল নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে ওই শিশু তার বাবার অজান্তে নদীর পানিতে ডুবে যায়। নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়েও তারা উদ্ধার করতে পারেনি। প্রবল স্রোতের কারণে ওই শিশুর লাশ তিস্তার শাখা নদীতে ভেসে যায়।
ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিশামত সদর গ্রামের কাজিউলের দোকান সংলগ্ন নদীতে থাকা একটি গাছের গুঁড়িতে লাশটি আটকে থাকে। আজ সকালে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা শনাক্ত করে লাশটি উদ্ধার করেন।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি স্বীকার করে বলেন, নিখোঁজের প্রায় ১৬ ঘন্টা পর তিস্তার শাখা নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
খুলনায় ডোবা থেকে ১৯ মাসের শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে