গর্ত
ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ধামরাইয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বিকালে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত মো. ইয়াছিন (৫) ও মো. হাকিম (৩) পাবনার আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন: সাঁতার শিখতে এসে শাবিপ্রবির পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে বৃষ্টিতে বাড়ির পাশের একটি গর্তে পানি জমেছিল। রবিবার বিকালে ওই দুই শিশু খেলতে বের হলে ওই গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতদের মা সালমা বেগম জানান, তারা স্বামী ও স্ত্রী কর্মস্থল থেকে বিকালে বাড়িতে এসে তাদের দুই ছেলেকে না পেয়ে খুঁজতে থাকেন। এসময় বাড়ির পাশে গর্তের পানিতে তার এক ছেলের জুতা ভাসতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই শিশুকে ওই গর্ত থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
৭ মাস আগে
কুমিল্লায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমিল্লার হোমনায় বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ১৫ মাস বয়সী মানহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে।
১৫ মাস বয়সী মানহা আক্তার ওই গ্রামের হাফেজ ওয়ায়েজকুরুনীর মেয়ে।
আরও পড়ুন: বাগেরহাটে মায়ের সঙ্গে গোসলে নেমে পুকুরে ‘ডুবে’ শিশুর মৃত্যু
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মানহা শুক্রবার দুপুরে ঘরের ভেতরে খেলছিল। হঠাৎ শিশুটি হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বের হয়ে যায়। এরই মাঝে মানহা কোনো এক সময় সবার অলক্ষ্যে বাড়ির পাশের জমে থাকা পানির গর্তে পড়ে যায়।
এক সময় পরিবারের সদস্যদের শিশুটির কথা মনে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। এদিক ওদিক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে জমে থাকা পানির গর্তে শিশু মানহাকে ভাসমান অবস্থায় খুঁজে পায় স্বজনরা।
সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে