হেরে যাওয়া
হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করতে চায়: হাছান মাহমুদ
পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশ নিতে চায় না, কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে একুশে পত্রিকার প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় হাছান মাহমুদ বলেন, নির্বাচন যথাসময়ে হবে এবং কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে দেশের জনগণ তা প্রতিহত করবে। এমনকি বিদেশিরাও কখনোই নির্বাচন বানচালের প্রক্রিয়াকে সমর্থন করে না।
আরও পড়ুন: বিএনপি নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে: হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এটা আসলে প্রমাণ করে যে তারা নির্বাচনকে ভয় পায়। তাদের প্রত্যাশা অনুযায়ী জনগণ তাদের কর্মসূচি ও সমাবেশে যোগ দিচ্ছে না। তাই তারা বুঝতে পেরেছে তাদের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও, দেশের জনগণ তা হতে দেবে না।
বিএনপির আল্টিমেটাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব বলেন, গত ১৩-১৪ বছরে বিএনপি বহুবার এমন আল্টিমেটাম দিয়েছে। বিএনপির আল্টিমেটাম ফাঁপা হুমকি ছাড়া আর কিছু নয়।
প্রয়াত একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে হাসান মাহমুদ বলেন, তিনি একজন নির্ভীক সাংবাদিকের পাশাপাশি সাহসী মানুষও ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর তিনি জানতেন যে ধীরে ধীরে মারা যাচ্ছেন, তবু তিনি হাল ছাড়েননি এবং লড়াই চালিয়ে যান।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর কয়েকদিন আগে তিনি আমাকে বলেছিলেন কীভাবে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একজন মানুষ যিনি জানেন যে তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছেন, তখন তার কোনো হতাশা নেই। আমি তার ভেতরে সেই বৈশিষ্ট্যগুলো দেখেছি।’
একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন মো. সেকান্দার চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সারোয়ার প্রমুখ।
আরও পড়ুন: ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না: হাছান মাহমুদ
বিএনপি এখন দুর্বল ব্যাটারির পুরোনো গাড়ি: হাছান মাহমুদ
১ বছর আগে