সর্তক
নির্বাচন নিয়ে অপতৎপরতা-ষড়যন্ত্র বিষয়ে সর্তক থাকতে হবে: তোফায়েল
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র চলবে, সেগুলো সম্পর্কে সর্তক থাকতে হবে।
আরও পড়ুন: আর কখনও নির্দলীয় সরকার হবে না: তোফায়েল আহমেদ
রবিবার (৮ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন কাজ করছে। ভোক্তারা যাতে কোনোভাবে প্রতারিত না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ আছে। গ্যাসভিত্তিক শিল্প গড়ে উঠবে। আর ভোলা বরিশাল ব্রিজ হলে ভোলা হবে শিল্প নগরী।
আরও পড়ুন: বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আর কোনো সুযোগ নেই: তোফায়েল আহমেদ
সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম: তোফায়েল আহমেদ
১ বছর আগে