ঘুমন্ত স্কুলছাত্রী
কালীগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত স্কুলছাত্রীর মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুমি আক্তার উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদরাসাছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানায়, রাতের খাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে সুমি আক্তার। এদিকে তার বিছানায় আগে থেকে বসে থাকা বিষধর সাপ তার ডান হাতে ছোবল মারে। শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুঁক করে।
নিহতের দাদা জয়নাল আবেদীন বলেন, আমরা বুঝতে পারিনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত নাড়তে না পারলে তো গাড়িতে উঠান যায় না। সে কারণে হাসপাতালে নিতে দেরি হয়েছিল। সকালে খুব বেশি অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
দলগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
১ বছর আগে