ইলান
জামিনে মুক্তি পেলেন অধিকারের আদিলুর ও ইলান
জামিনে মুক্তি পেয়েছেন মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরউদ্দিন এলান।
সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে তারা বের হন।
আরও পড়ুন: আইসিটি মামলায় ‘অধিকারের’ আদিলুর ও নাসিরের ২ বছরের কারাদণ্ড
২০১৩ সালের ৫-৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অভিযানের ‘বিকৃত প্রতিবেদন’ প্রকাশের মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আদিলুর রহমান ও নাসিরউদ্দিনকে গত ১০ অক্টোবর জামিন দেন হাইকোর্ট।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় আদিলুর রহমান ও নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেন।
আইসিটি আইনে এটিই প্রথম মামলা।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৬১ জন নিহত হয়েছে দাবি করে অধিকার তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে।
ওই বছরের ১০ আগস্ট গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আশরাফুল ইসলাম। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ওই বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর রহমান ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবির পরিদর্শক আশরাফুল আলম।
২০১৪ সালে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর চলতি বছরের ৭ সেপ্টেম্বর রায় ঘোষণার কথা ছিল।
রায় প্রস্তুত না হওয়ায় ওই দিন রায় ঘোষণার তারিখ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন আদালত।
আরও পড়ুন: অধিকারের আদিলুর ও এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট
সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আদিলুর-নাসিরের
১ বছর আগে