যাত্রীবাহী
বরিশালে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ
বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী এমএল সাইমন-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় এই ঘটনা ঘটে।
লঞ্চঘাটের শ্রমিক মনির হোসেন বলেন, ‘হঠাৎ করে দিবাগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে। তখন অবশ্য সেটিতে কোনো যাত্রী ছিল না।’
লঞ্চের মালিক রুহুল আমিন বলেন, ‘শুক্রবার সকাল ৯টার দিকে এমএল সাইমন-১ নামের যাত্রীবাহী লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল। আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে— মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’
তিনি বলেন, তবে যতদূর মনে হচ্ছে, এটি শুধু দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।
৩৬ দিন আগে
মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, আহত ১৫
চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরণার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা পরিবহনের একটি বাসের পিছনে বিএসআরএমের মালবোঝাই লরি ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর কলেজের শিক্ষার্থী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন।
কুমিল্লা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এর আগে স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে বলে জানান পুলিশের উপপরিদর্শক।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৩১০ দিন আগে
বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
বগুড়া-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় রত্না বেগম ও শওকত ইসলাম ওরফে মিঠু নামে দুইজন নিহত হয়েছেন।
বগুড়র কাহালু উপজেলার বিবির পুকুর এলাকায় রবিবার (২৩ জুন) নওগাঁগামী শ্যামলী পরিবহনের চাপায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে বাসচাপায় দম্পতি নিহত
রত্না বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার উনচুরকি গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী এবং শওকত ইসলাম ওরফে মিঠু কাহালু উপজেলার লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রত্না বেগম ও শওকত ইসলাম ওরফে মিঠু দুধ বিক্রির জন্য দুপচাঁচিয়া যেতে ফুটপাতে অপেক্ষা করছিলেন। এমন সময় নওগাঁগামী শ্যামলী পরিবহন বাসের চাপায় তাদের মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৯
গাজীপুরে বাসচাপায় নিহত ২
৩১৩ দিন আগে
মোংলা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি
বাগেরহাটের মোংলা নদীতে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে।
রবিবার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: আরও ৩ জনের লাশ উদ্ধার
জানা গেছে, তাদের মধ্যে কিছু যাত্রী তীরে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছে।
মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকা ডুবে গেছে। এটিতে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।
এর আগে শনিবার (২৫ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে লবণবাহী ৪ ট্রলারডুবি
মেঘনায় ট্রলারডুবি: আরও তিনজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ৯
৩৪১ দিন আগে
সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসচাপায় নারী নিহত
গাইবান্ধার সাদুল্যাপুরে যাত্রীবাহী বাসচাপায় জাহেরা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ও নাতি মানিক মিয়া আহত হয়।
সোমবার রাতে উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া বলেন, সোমবার রাতে ভ্যান করে স্ত্রী আর নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন সৈয়দ আলী। এসময় সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহেরা বেগম মারা যান এবং স্বামী সৈয়দ আলী ও নাতি মানিক মিয়া আহত হন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
৩৬০ দিন আগে
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগে।
শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীদের প্রাণ বাঁচাতে একটি চরে তাদের নামিয়ে দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: মন্দিরে আগুন: ফরিদপুরে বিক্ষুব্ধ জনতার হামলায় ২ জন নিহতের ঘটনায় বিজিবি মোতায়েন
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশাঘাট থেকে প্রায় ৮০০ থেকে ৯০০ যাত্রী নিয়ে এমভি কর্ণফুলী-৩ লঞ্চ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুই ঘণ্টা চলার পর হঠাৎ মধ্য মেঘনায় ইঞ্জিন রুমে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে। এসময় লঞ্চ স্টাফরা নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এসময় যাত্রীদের প্রাণ বাঁচাতে চালক লঞ্চটি কোনো মতে চাঁদপুর এলাকায় একটি চরের কাছে নিয়ে তাদের নামিয়ে দেন। শত শত যাত্রীকে পানিতে ভিজে রোদে পুড়ে তীব্র তাপদাহে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা পড়ে চরম বিপাকে।
কণফুলী লঞ্চের ভোলা অফিসের কর্মকর্তা লিটন বলেন, তাদের লঞ্চের আগুন এখন নিভানো হয়েছে। দুর্ঘটনা কবলিত লঞ্চে যাত্রীদের কর্ণফুলী ৪ ও ১১ তে উদ্ধার করে ঢাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে অন্য একটি লঞ্চ টেনে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: গাংনীতে পান বরজে আগুন, ৬০ লাখ টাকার ক্ষতি
ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
৩৭৭ দিন আগে
ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৯
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় এন্টিক প্রদেশে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হ্যামটিক শহরের খাদে পড়ে যায় বাসটি।
৫৩ জন যাত্রী নিয়ে বাসটি ইলোইলো সিটি থেকে প্রাচীন প্রদেশের সান জোসে দে বুয়েনাভিস্তা যাচ্ছিল। এ সময় রাস্তার কংক্রিটের বেষ্টনীর সঙ্গে ধাক্কা লেগে হ্যামটিক শহরের ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়।
প্রাদেশিক তথ্য দপ্তরের প্রধান জুনলি সায়লো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ঘটনাস্থলেই ২৫ জন এবং স্থানীয় একটি হাসপাতালে আরও চারজন মারা গেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম এবিএস-সিবিএন জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক ও তার সহকারীও রয়েছেন।
প্রাচীন প্রাদেশিক সরকারের বরাত দিয়ে আঞ্চলিক সংবাদপত্র পানায় নিউজ জানিয়েছে, কেনিয়ার এক ব্যক্তিসহ গুরুতর আহত দুই যাত্রীকে চিকিৎসার জন্য ইলোইলো সিটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জরুরী কর্মীরা জীবিতদের উদ্ধার করছে এবং খাদে পড়ে থাকা লোকজনের লাশ উদ্ধার করছে।
৫১৩ দিন আগে
৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগেই ঢাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি ও সমমনা বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর নটরডেম কলেজ ও গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, নটরডেম কলেজের সামনে রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন লাগার প্রথম ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকার শাহজাদপুরে বাসে আগুন
খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বরিশালে অবরোধের শেষ সময়ে বাসে আগুন
৫৩৮ দিন আগে
বরিশালে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চডুবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীতে ঝড়ের কবলে পড়ে তলা ফেটে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইনজাম’ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, লঞ্চটির ১৬ জন যাত্রী ডুবে যাওয়ার আগে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
উপজেলার কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমেদ জানান, লঞ্চডুবির ঘটনায় তারা নিখোঁজের কোনো খবর পাননি। লঞ্চটি হিজলা-বরিশাল রুটে চলাচল করত।
লঞ্চটি হিজলার টেক থেকে ১৬ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটে নোঙর করার কথা ছিল। নদীতে ঝড়ের কবলে পড়ে লঞ্চটির নিচের অংশটি ফুটো হয়ে ডুবে যায়।
আরও পড়ুন: বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১
লঞ্চটির সুকানি নিজাম জানান, ৬ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। এসময় লঞ্চের তলা ফেটে গেলে দ্রুত একটি চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই। সবাই নিরাপদে আছেন। আজ বৃহস্পতিবারের (১৫ জুন) মধ্যে লঞ্চ মেরামত করে শুক্রবার (১৬ জুন) মধ্যে বরিশালে পৌঁছাবো।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ের কবলে পড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে গেছে। লঞ্চের ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: অজু করতে গিয়ে লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ
বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ২ জেলে নিখোঁজ, ভাঙচুর-লুট
৬৮৭ দিন আগে
জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে ২৯ যাত্রী আহত
জয়পুরহাটের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ বাসের ২৯জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (আজ) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতন শহর এলাকার পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে গেলে এর ২৯জন যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় এখনও কারো মৃত্যু হয়নি।
আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
জয়পুরহাটের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু
জয়পুরহাটে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ৪
৭৩৫ দিন আগে