১৯০০০০
মিয়ানমার সীমান্তে ১৯০০০০ ইয়াবা জব্দ
কক্সবাজারের থেকে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ২ কোটি ৭ লাখ টাকার বার্মিজ ইয়াবা জব্দ
শুক্রবার (২০ অক্টোবর) বিজিবি-২ টেকনাফের লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদ পান। রাত সাড়ে ৮টার দিকে উপজেলার একটি জঙ্গলের পাশে ইসহাকের ঘেরে অবস্থান নেয় বিজিবির একটি দল।
এদিকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে দু'জনকে বাংলাদেশের দিকে যেতে দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীরা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হলেও পাচারকারীদের আটক করা যায়নি।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী অভিযানে হাচারখাল এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
কক্সবাজারে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ
১ বছর আগে