শামসুজ্জামান দুদু
ছয় মাসেও ইউনূস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে লাভ কী, প্রশ্ন দুদুর
ক্ষমতায় বসার ছয় মাস চলে গেলেও অন্তর্বর্তী সরকারের খাতায় লবডঙ্গা আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তাহলে এই সরকারকে রেখে লাভ কী?’
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলা’ শীর্ষক জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচার সরকার পতনের এতগুলো দিন হয়ে গেলো। আপনি পারেননি চালের দাম কমাতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে, যাদের কর্মসংস্থানও আপনি করতে পারেননি। অবনতি হয়েছে দেশের সার্বিক আইনশৃঙ্খলার। এ ৬ মাসে ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা ছাড়া আর কিছুই নেই, তাহলে রেখে কি লাভ?’
আরও পড়ুন: স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদ-সহযোগীর মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না: দুদু
ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, ‘আপনারা ছাত্ররাই যে একমাত্র গণঅভ্যুত্থান করেছেন; তা কিন্তু না। ৯০-এ আমরাও গণঅভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি মন্ত্রী হয়েও আমরা এখনও যে গাড়িতে চড়তে পারিনি, আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়করা কোন চাকরি করেন না, ব্যবসা করেন না, তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রুপায়ন টাওয়ারের ফ্লাট নেওয়ার টাকার উৎস আপনাদের কোথায়?’
তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে আপনি শিক্ষার্থীদের পক্ষে এবং আপনি নিরপেক্ষ নন। আপনি শিক্ষার্থীদের হয়ে দুই নম্বরি কারবার করলেও করতে পারেন। আপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনি। দুই নম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ না। এতে আপনার ও আপনার সরকারের সুনাম নষ্ট হয়ে যাবে।’
জামায়াতসহ অন্যান্য দলের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।’
১৯ দিন আগে
বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক
ঢাকা সেনানিবাসের পোস্ট অফিস এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুদুর ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান ইউএনবিকে জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল ক্যান্টনমেন্ট এলাকায় তার বোনের বাড়িতে অভিযান চালিয়ে দুদুকে আটক করে।
আরও পড়ুন: বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগারে
তিনি বলেন, সেখান থেকে তার ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও আটক করে ডিবি পুলিশ।
ওয়াহিদ দাবি করেন, রবিনের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে গত রবিবার রাজধানী থেকে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: টিক্কা ও নিয়াজির চরিত্রে অভিনয় করছেন কাদের: রিজভী
৪৯৪ দিন আগে
সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের পদত্যাগের আগে কোনো সংলাপ নয়। পদত্যাগ করার পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে।
তিনি বলেন, আর একটা পথ খোলা আছে। যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আলোচনায় আসে তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে। এ ছাড়া বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়েই সরকার সংলাপের জাল বিছাচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: হাইকোর্টে দুদুর আগাম জামিন
শনিবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমরা বাংলাদেশটাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।
তিনি আরও বলেন, আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি। বাংলাদেশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনঃগঠনের কথা বলেছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের কোনো আপস নেই।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: এবার ঠাকুরগাঁওয়ে দুদুর বিরুদ্ধে মামলা
শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের দাবিতে জাবি ছাত্রলীগের বিক্ষোভ
৫১০ দিন আগে