পানিতে ডুবে
সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে ডোবার পানিতে ডুবে মিম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ ঘটনা ঘটে।
মিম আক্তার উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
জানা যায়, মিম দুপুরে খেলতে গিয়ে সবার চোখের আড়ালে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দুই বছরের শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
আরও পড়ুন: বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ দিন আগে
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে হুসাইন আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত হুসাইন আহমেদ (৩) উপজেলার আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। শিশুটির বাবার সঙ্গে মায়ের বিয়ে বিচ্ছেদ ঘটায় মায়ের সঙ্গে নানার বাড়ি এলাঙ্গী গ্রামে থাকতো।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার এলাঙ্গী গ্রামে তার নানা বাড়িতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
নিহত হুসাইনের মা নুপুর খাতুন জানান, আমি রান্না করছিলাম। এ সময় হুসাইন খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। বাড়ির পাশেই পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। আমি তাকে খুঁজতে গিয়ে দেখি, পুকুরে ভাসছে। এরপরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার তদন্ত অফিসার মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বগুড়ায় বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৪ সপ্তাহ আগে
ভৈরব নদে গোসলে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ভৈরব নদে গোসলে নেমে পানিতে ডুবে রোকেয়া খাতুন (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টম্বর) বিকাল দিকে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
রোকেয়া মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ছোটন আলীর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোকেয়া বাড়ির পাশে ভৈরব নদে গোসলে য়ায়। গোসল করার কোনো এক সময় পানির নিচে তলিয়ে যায় সে। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
আরও পড়ুন: চাঁদপুরে লরিচাপায় ঢাকা কলেজের ২ শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৩
২ মাস আগে
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পানিতে ডুবে সিয়াম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শহরের টাঙ্গন ব্রিজের নিচে নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
সিয়াম (১১) শহরের পশ্চিম মুন্সিপাড়া মহল্লার সুমন ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়ামসহ কয়েকজন একসঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সিয়াম নদীর পানিতে তলিয়ে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে শুরু করে। পরে না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদীতে নেমে খোঁজাখুঁজির প্রায় এক ঘণ্টা পর শিশুটিকে পানির নিচ থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২ মাস আগে
মেহেরপুরে পানিতে ডুবে কিশোর নিহত
মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আসমাউল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসমাউল গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। পেশায় ইঞ্জনচালিত ট্রলির চালক ছিল সে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমান বলেন, ‘বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে যায় আসমাউল। কিন্তু সাতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায় সে। খোঁজাখুঁজির এক পর্যায় আসমাউলের লাশ পানিতে ভেসে ওঠে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩ মাস আগে
জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
জামালপুরে বন্যার পানিতে ডুবে সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা নইলা ঘাটে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সোহেল মেলান্দহ উপজেলার বারুইপাড়া গ্রামের শওকত আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বন্ধুরা মিলে স্থানীয় নাংলা নইলা ঘাটে বন্যার পানিতে গোসল করতে যায় সোহেল। এক পর্যায়ে অন্য বন্ধুরা তীরে উঠলেও সোহেল পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ওই যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
মেলান্দহ থানার কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বন্যার পানিতে ডুবে যাওয়া সোহেলের লাশ উদ্ধার করেছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে
শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
শেরপুরের নকলায় বন্যার পানিতে ডুবে রিফাত আলম নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শনিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আলম (৮) ওই গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় তারাকান্দা হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো জানান, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলতে যায়। কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি স্থানীয়দের জানান। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বন্যায় ডুবন্ত মাঠ থেকে রিফাতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চেয়ারম্যান আরও বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে বর্তমানে এলাকার প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নিচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমে আছে। এতে যে কোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এজন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের ৪ জেলায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু
৪ মাস আগে
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলা পৌর এলাকার চান্দিশকরা পশ্চিম পাড়ার খান বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
দেড় বছর বয়সী শিশু আতিফা আবেদীন ইশরা ওই উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের শিক্ষক শিপন আবেদীনের মেয়ে।
জানা গেছে, শিশু ইশরা মায়ের সঙ্গে চান্দিশকরায় নানা হারুন খানের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সোমবার সকালে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাঈদ আল মানসুর বলেন, ‘ইশরাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
৪ মাস আগে
চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
চট্টগ্রামে খালের পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১২ জুন) ভোরে ফিশারীঘাটের রাজাখালী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ শিশুটির নাম জানা যায়নি। শিশুটির আনুমানিক বয়স ১২ বছর হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়। এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনর খোঁজে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে অজ্ঞাত এক শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৫ মাস আগে
গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।
স্থানীয়রা জানায়, কুশিয়ারা নদীতে সাঁতার কাটার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
৫ মাস আগে