মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে পানিতে ডুবে দুই বোন আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নিহত হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া ও সাথিয়া একই গ্রামের শফিকুল ও খায়রুল ইসলামের কন্যা। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং একে অপরের চাচাতো বোন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, দুই বোন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’