দুই ট্রেন
কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর ‘গোধূলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মোশাররফ হোসেন ইউএনবিকে জানান, এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে কিশোরগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মোশাররফ ইউএনবিকে আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
১ বছর আগে