চিংড়ি-মাছ
চিংড়ি-মাছ রপ্তানিতে নগদ সহায়তা দিতে বিবি’র নতুন নীতিমালা জারি
হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছের পণ্য রপ্তানিতে নগদ সহায়তা (প্রণোদনা) দিতে নতুন নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
বুধবার (২৫ অক্টোবর) এই নীতিমালা জারি করে বিবি।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ আজ এ নির্দেশনা জারি করে তা অবিলম্বে বাস্তবায়নের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
আরও পড়ুন: নতুন টাকা ছাপবেন না: বিবিকে ড. ওয়াহিদউদ্দিনের পরামর্শ
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি খাতে নগদ সহায়তার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে গভীর সমুদ্র থেকে উৎপাদিত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির জন্য বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য অথবা বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) সদস্য হতে হবে।
এছাড়া এখন থেকে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তার জন্য আবেদন পত্রের সঙ্গে বিএফএফইএ ও বিএমএফএ সার্টিফিকেট জমা দিতে হবে।
সংশ্লিষ্ট রপ্তানিকারক কোম্পানি মৎস্য অধিদপ্তর কর্তৃক যথাযথভাবে লাইসেন্সপ্রাপ্ত একটি মাছ রপ্তানিকারক কোম্পানি হতে হবে।
নির্দেশনা জারির তারিখ থেকে পাঠানো পণ্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি মোকাবিলায় ঋণের সুদের হার বাড়াল বিবি
১ বছর আগে