বাংলাদেশের যুদ্ধবিরোধী
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে উভয় পক্ষই ইউক্রেন ও গাজায় সংঘাতের অবসানের ওপর গুরুত্বারোপ করে।
প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো স্থানে যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ ও সংঘাতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইউরোপীয় পার্লামেন্ট ও বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে নিবিড় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই নারীর ক্ষমতায়ন, বিশেষ করে রাজনীতি, শিক্ষা ও কর্মক্ষেত্রের ক্ষেত্রে আলোচনা করেছে।
১ বছর আগে