ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে উভয় পক্ষই ইউক্রেন ও গাজায় সংঘাতের অবসানের ওপর গুরুত্বারোপ করে।
প্রধানমন্ত্রী বিশ্বের যে কোনো স্থানে যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ ও সংঘাতে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইউরোপীয় পার্লামেন্ট ও বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে নিবিড় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই নারীর ক্ষমতায়ন, বিশেষ করে রাজনীতি, শিক্ষা ও কর্মক্ষেত্রের ক্ষেত্রে আলোচনা করেছে।