আ. লীগের নেতা-কর্মীরা
শান্তি সমাবেশে যোগ দিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন আ. লীগের নেতা-কর্মীরা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন' সমাবেশের জন্য দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হতে শুরু করেছেন।
আজ (২৮ অক্টোবর) বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করছে, একইদিনে আওয়ামী লীগ তাদের এই সমাবেশের আয়োজন করেছে।
সমাবেশস্থল পরিদর্শন করে ইউএনবি প্রতিনিধি মঞ্চের চারপাশে দলের শত শত সমর্থক ও কর্মীকে দেখতে পান, যখন মঞ্চে গান পরিবেশন করা হচ্ছিল।
মধ্যাহ্নভোজ শেষে আওয়ামী লীগ নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। জেলা পর্যায়ের নেতা-কর্মী ও অনুসারীরা গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন।
আরও পড়ুন: উত্তরায় শনিবারের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ
দলটির নেতারা জানিয়েছেন, 'শান্তি সমাবেশটি' হবে বিপুল অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ সমাবেশ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে সর্বস্তরের জনগণ অংশ নিয়ে মিথ্যাচার, গুজব, সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে ২৬ ও ২৭ অক্টোবর বিএনপির কর্মসূচির আগে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে যান দলটির নেতারা।
আরও পড়ুন: আ. লীগের সোমবারের শান্তি সমাবেশ স্থগিত
১ বছর আগে