৩৬ ঘণ্টা
আরেকজনকে বাঁচাতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে খাল থেকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে নিখোঁজ ব্যক্তি আবুল কালামের (৬৩) লাশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডাউকি ইউনিয়নের সাতকপাটের জিকে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবুল কালাম কাঁচাবাজার পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
আরও পড়ুন: নাটোর জেলা যুবলীগ সভাপতির বাসা থেকে গুলিসহ ওয়ান শুটারগান উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীকে বাঁচাতে জিকে খালের পানিতে আবুল কালাম ঝাঁপ দেন। তিনি উপস্থিত মানুষের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন। তবে খালের পানির স্রোতে তিনি ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। ওই দিন রাতেই খুলনা ফায়ার সার্ভিসের ৬ সদস্য অভিজ্ঞ ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে টানা ২৪ ঘণ্টা অভিযান চালায়।
ডাউকি গ্রামের বাসিন্দা কৃষক হাসেম আলী বলেন, শনিবার সকালে জিকে খালে জাল পাততে আসি। এ সময় পানিতে তীব্র দুর্গন্ধ এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে মৃতের স্বজনরা এসে লাশের পরিচয় নিশ্চিত করে।
আরও পড়ুন: গৃহবধূর ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২
আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত লাশ উদ্ধার অভিযান চালানো হয়েছে। টানা ১৫ ঘণ্টা পরও তার খোঁজ মেলেনি। খালের পানি বেশি ও পাশে জঙ্গল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। খালের প্রায় ৩ কিলোমিটার জায়গাজুড়ে অনুসন্ধান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার এলাকা থেকে আরও এক কিলোমিটার দুর থেকে শনিবার সকালে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ৩৬ ঘণ্টা ধরে নিহত ব্যক্তি খালের পানিতে নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ঘেরের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার
২ মাস আগে
মঙ্গলবার থেকে বিএনপির ৩৬ ঘণ্টার অবরোধ
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ৩৬ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।
আরও পড়ুন: দশম দফায় অবরোধ: সারা দেশে ১৫৬ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২২ টহল দল মোতায়েন
এর মধ্য দিয়ে গত ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলোর এটি ১১ দফার অবরোধ কর্মসূচি।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া এ কর্মসূচি সফল করতে দেশবাসী, বিএনপিসহ বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন এবং ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির জন্য নতুন করে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য বিরোধী দল, যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে একযোগে আন্দোলন করে আসছে, তারাও একই ধরনের কর্মসূচি পালন করবে।
গত ২৯ অক্টোবর থেকে গত দেড় মাস ধরে ১০ দফায় দেশব্যাপী অবরোধ ও তিন দফায় হরতাল পালনের পর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আরও পড়ুন: ২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
৪৮ ঘণ্টার অবরোধ: র্যাবের ৪১৮ টহল দল মোতায়েন
১১ মাস আগে
চুয়াডাঙ্গায় জন্মের ৩৬ ঘণ্টার মধ্যেই মারা গেল পদ্মা, মেঘনা ও যমুনা
চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুই একে একে মারা গেল। যদিও জন্মের এক ঘণ্টার মধ্যে ছেলে শিশুটি মারা যায়। এরপর বেঁচে থাকা তিন মেয়ে শিশু পদ্মা, মেঘনা ও যমুনা জন্মের ৩৬ ঘণ্টার মধ্যে একে একে মারা যায়।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রবিবার (২৮ অক্টোবর) ভোর পর্যন্ত তিন মেয়ে শিশুই মারা যায়।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক সঙ্গে চার শিশু (তিন মেয়ে ও এক ছেলে) জন্ম দেন তসলিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন সেসময় সফলভাবে কোনো অস্ত্রোপচার ছাড়াই বাচ্চা প্রসব করান।
তিনি আরও জানান, সাধারণত কোনো শিশু যদি ৩৭ সপ্তাহের পর জন্ম গ্রহণ করে ও তার ওজন ২ থেকে ২ দশমিক ৫০ কেজি হয় তাকে আমরা পুষ্ট বাচ্চা বলি। এর চেয়ে কম হলে সেগুলো অপুষ্ট বাচ্চা। এক সঙ্গে যে চারটা বাচ্চা জন্ম নিয়েছে তারা সময়ের ২ মাস আগেই জন্ম গ্রহণ করেছে।
তিনি জোনান, তাদের একেরজনের ওজন ১ দশমিক ৫ কেজির মতো বা তারও কিছু কম ছিল। যার কারণে তাদের ফুসফুসসহ অনেক অঙ্গ পরিপক্ব হয়নি। নিজে থেকেও শ্বাস-প্রশ্বাস নিতে পারছিল না। তাদের উন্নত চিকিৎসার জন্যে ও আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্যে বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমরা কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থাও করেছি। যতটা সম্ভব আমরা চিকিৎসা দিয়েছি। আপ্রাণ চেষ্টা করেও তাদের বাঁচানো সম্ভব হলো না।
এদিকে শিশুদের বাবা ইমরান হোসেন বলেন, আমার তিন মেয়ে সন্ধ্যা পর্যন্ত সুস্থই ছিল। হঠাৎ একজনের নাক দিয়ে রক্ত বের হয়ে কিছুক্ষণ পর মারা যায়। এর কিছুক্ষণ পর আরও একজন অসুস্থ হয়ে মারা যায়। মৃত দুই মেয়েকে নিয়ে বাড়ি এসে দাফন করার প্রস্তুতি নিতে নিতে আরও একজন মারা যায়।
আরও পড়ুন: নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে