ড. সালিমুল হক
ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রবিবার শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ড. সালিমুল হক বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একজন অগ্রদূত ছিলেন। তার মৃত্যুতে এই লড়াইয়ে অপূরণীয় ক্ষতি হলো।
প্রতিমন্ত্রী মরহুম ড. সালিমুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ড. সালিমুল হক শনিবার রাতে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
এতে আরও বলা হয়, ড. সালিমুল হক বিশ্বের শীর্ষ জলবায়ুবিশেষজ্ঞদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি ২০২১ সালে বিশ্বের প্রভাবশালী সহস্র জলবায়ু বিজ্ঞানীদের তালিকায় স্থান লাভ করেন ।
১ বছর আগে
ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. সালিমুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. সালিমুল হক একজন দূরদর্শী চিন্তাবিদ ছিলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তিনি শুধু বাংলাদেশের নয়, বরং সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য একজন পথপ্রদর্শক ছিলেন। তার অতুলনীয় অবদান বছরের পর বছর আগামী প্রজন্মের জন্য উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন সংক্রান্ত একজন বিশেষজ্ঞ ছিলেন ড. হক। তিনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড গঠনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা বদরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এতে আরও বলা হয়, ড. সালিমুল হক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেললের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুতিতে নেতৃত্ব দেন।
ড. মোমেন মরহুম ড. সালিমুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ড. সালিমুল হক শনিবার রাতে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
আরও পড়ুন: আবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
১ বছর আগে