পুলিশ-পোশাকশ্রমিক
বেতন বৃদ্ধির দাবিতে সাভারে পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষে আহত ১৫
ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) হেমায়েতপুরের পদ্মার মোড়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ওসি জানান, সহিংসতা এড়াতে সাভার ও আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সাতরাস্তা অবরোধ
১ বছর আগে