যুবদল নেতা গ্রেপ্তার
বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
বরিশাল নগরীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় যুবদল নেতা ইরমান আলী শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ইরমান রুপাতলি নতুন আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।
আরও পড়ুন: গাংনীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে আ. লীগ নেতা গ্রেপ্তার
নিজেকে ভুক্তভোগী দাবি করা তরুণী বলেন, ‘মঙ্গলবার বিকালে বন্ধুর সঙ্গে রুপাতলিতে ঘুরতে গেলে শোভনসহ ৩-৪ জন আমাকে রুমে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। এছাড়া আমার বন্ধুকে মারধর করে তার মোটরসাইকেল আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করে তারা। টাকা না পাওয়ায় তারা তাকে বেধড়ক মারধর করে।’
এরপর বুধবার সকালে কৌশলে পালিয়ে গিয়ে ওই যুবক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে বলে জানান তিনি। সেসময় শোভনকে আটক করে থানায় নিয়ে এলেও বাকিরা পালিয়ে যায়।
এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ওই তরুণী। এরপর ওই মামলায় শোভনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’
আরও পড়ুন: মায়া চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬
১ মাস আগে
২৮ অক্টোবর কনস্টেবল হত্যা মামলায় চট্টগ্রাম যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে (২৮ অক্টোবর) পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামে যুবদল নেতা মুরাদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত (২৮ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার মুরাদ চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ২৮ অক্টোবর পুলিশ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি।
আরও পড়ুন: চমেক হাসপাতাল থেকে আরও এক নারী দালাল গ্রেপ্তার
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আফছার বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় একটি মামলার এজাহারনামীয় আসামি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী। তিনি কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার ১৬৩ নম্বর এজাহারভুক্ত আসামি।’
পুলিশ ও র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালায়। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরী চান্দগাঁও এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তারের পর পুলিশে সোপর্দ করেন।
র্যাব আরও জানায়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকার বিভিন্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী তার অনুসারীদের নিয়ে মহাসমাবেশ স্থলে অবস্থান নেয়।
আরও পড়ুন: সাভারে আটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
১ বছর আগে
চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ সলিমপুর এলাকা থেকে অস্ত্রসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে জঙ্গল সলিমপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবদল নেতা শফিকুল ইসলাম সোহেল সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সোহেল অনেক মামলার আসামি। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন তিনি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১ বছর আগে