চট্টগ্রামে অবরোধ
চট্টগ্রামে অবরোধের দ্বিতীয় দিনে বাস ও ট্রাকে আগুন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় একটি বাসে এবং রাঙ্গুনিয়ায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে পটিয়া ও কর্ণফুলীর মাঝামাঝি ভেল্লাপাড়া ক্রসিং এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে বাস ভাঙচুর পরে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বুধবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাছ কেটে ব্যারিকেড দেয় দুর্বৃত্তরা। পরে সেখানে আসা দু’টি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নেভানো হয়। পরে সড়ক থেকে গাছ কেটে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
বিএনপির অবরোধের প্রথম দিন: চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ, আটক ১৪
১ বছর আগে