বোমা হামলা,
উত্তরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, ছাত্রদলকর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রবিবার (৫ নভেম্বর) সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ার অভিযোগে এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কর্মীর নাম জিএম হাসান। তিনি ছাত্রদলের গাজীপুর নগর শাখার সাবেক সহসভাপতি।
উত্তরার হাউজ বিল্ডিং এলাকার পূবালী ব্যাংকের সামনে সকাল সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতীম ব্রহ্মচারি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় মোতায়েন করা পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুঁড়েছিল দুর্বৃত্তরা। একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও বলেন, এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে।
পার্থ বলেন, অবিস্ফোরিত বোমাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
সারাদেশে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আজ সকাল থেকে রাজধানীজুড়ে পিকেটিং ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে বাসে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলছে
১ বছর আগে