অবরোধকারী
চট্টগ্রামে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি আহত
চট্টগ্রামের আনোয়ারায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ আহত হয়েছেন।
এ সময় পুলিশ আট রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।
আরও পড়ুন: মাগুরায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২
ইটের আঘাতে ওসির ডান চোখ মারাত্মক জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে চোখের ডাক্তারের কাছে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে যুবদলের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় অবরোধকারীরা সিএনজিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।
পুলিশ জানায়, অবরোধের নামে বিএনপি যুবদল কর্মীরা গাড়ি ভাঙচুর করছে খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।
এসময় ইটপাটকেলের আঘাতে ওসির ডান চোখে আঘাত লাগে। পরে পুলিশ আত্মরক্ষায় আট রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শশী কমিউনিটি সেন্টার এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে।
তিনি আরও বলেন, এসময় পুলিশের দায়িত্বরত গাড়িতে লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা চালায়। এতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আহত হয়েছেন।
তিনি বলেন, আত্মরক্ষার পুলিশ আট রাউন্ড গুলি ছোড়ে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় আনোয়ারা থানার ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। উনার প্রাথমিক চিকিৎসার পর শহরের চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ সাংবাদিকসহ গুলিবিদ্ধ ৫, আহত ২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নিহত ২
১ বছর আগে
গাজীপুরে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা
গাজীপুরে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে শর্মিলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ অক্টোবর) মাওনা শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তানহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: মিরপুরে ঢাবি কর্মীদের বহনকারী বিআরটিসি বাসে আগুন
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়।
এর আগে বিরোধী দলের ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের শেষ দিনে সর্বশেষ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহন পোড়ানো সহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন
৪৮ ঘণ্টার অবরোধের আগে রাজধানীর মালিবাগে বাসে আগুন
১ বছর আগে