গাজীপুরে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে শর্মিলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ অক্টোবর) মাওনা শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তানহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দিকে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: মিরপুরে ঢাবি কর্মীদের বহনকারী বিআরটিসি বাসে আগুন
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়।
এর আগে বিরোধী দলের ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের শেষ দিনে সর্বশেষ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহন পোড়ানো সহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: খাগড়াছড়িতে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন