বস্তাবন্দী লাশ
লালমনিরহাটে স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফরহাদ আলী (১৬) নামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
এই হত্যার অভিযোগে মধু চন্দ্র নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মধু চন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভেটেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রংপুরে স্বামীর বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত স্কুলছাত্র ফরহাদ হোসেন একই উপজেলার শীব বাড়ি এলাকার শাহাজান আলীর ছেলে। সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটরসাইকেল কিনেন ব্যবহার করেন মধু চন্দ্র। সেই মোটরসাইকেলটি বিক্রি করেন পাশের গ্রাম শীববাড়ির শাহাজান আলীর ছেলে ফরহাদের কাছে। সেই মোটরসাইকেলের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে খুন হন ফরহাদ।
এদিকে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি করেন ফরহাদের বাবা। সেই জিডির সূত্র ধরে ফরহাদের মোবাইল ফোনটি মধুর কাছে পায় পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বৃহস্পতিবার তার দেওয়া তথ্য মতে তার বাড়ির পাশের ভেটেশ্বরী নদী থেকে ফরহাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, নিহত ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন মধু। ফরহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মৌলভীবাজারে সাবেক পৌর কমিশনারের বাসা থেকে গাড়িচালকের লাশ উদ্ধার
চাঁদপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
৬ মাস আগে
খেলতে গিয়ে নিখোঁজ, একদিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
জয়পুরহাটের সদর উপজেলার চকশ্যাম গ্রামে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে ঝোপের ভেতর থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ বছর আগে