১৪টি
বগুড়ায় বস্তিতে আগুনে পুড়ল ১৪টি বসতঘর
বগুড়া শহরের চেলোপাড়ার রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে অন্তত ১৪টি বসত-বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে মুসলিম উদ্দিন নামে এক ব্যক্তি ও তার ৮ সন্তানের ১০টি ঘর ছিল।
সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৮ দোকান, কোটি টাকার বেশি ক্ষতি
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে চারটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন দ্রুত নেভানো সম্ভব হলেও ঘরে রাখা জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, মুসলিম উদ্দিনকে বসবাসের জন্য অনেক আগেই জেলার সারিয়াকান্দি উপাজেলায় ‘বীর নিবাস’ নামে একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেখানে না থেকে শহরের ওই বস্তিতে বসবাস করেন। আমরা মুসলিম উদ্দিনকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি। এছাড়া ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর নেই এমন পাঁচজনকে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি-ঘরে বসবাস করতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে মুসলিম উদ্দিনের কন্যা সাহেরা বেগম জানান, আগুনে তার ঘরে রাখা নগদ দেড় লাখ টাকা পুড়ে গেছে।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের বিয়ের জন্য টাকাগুলো ঘরে রেখেছিলাম। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেল।
আরও পড়ুন: চট্টগ্রামে ফের আগুন, এবার দুটি গরুসহ পুড়ল ১৮ ঘর
কুষ্টিয়ায় আগুনে পুড়ল রেস্তোরাঁ
৭ মাস আগে
৪৮ ঘণ্টার অবরোধ: ১৪টি অগ্নিসংযোগ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সারাদেশে রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অগ্নিসংযোগের ১৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ: অগ্নিসংযোগে দগ্ধ রিকশাচালক হাসপাতালে ভর্তি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে- ঢাকা বিভাগে আটটি।
তিনি আরও জানান, ঢাকা বিভাগ (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি। বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে একটি এবং রংপুর বিভাগে একটি করে অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, এ সময় মোট ১১টি বাস, দুটি হিউম্যান হলার ও একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগ
মধ্যরাতে সিদ্ধিরগঞ্জে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ
১১ মাস আগে