ফরম
রংপুর-৩ আসনে জাপার মনোনয়ন ফরম নিলেন জিএম কাদের
আসন্ন দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্ববায়ক আজমল হোসেন লেবু।
আরও পড়ুন: টাকা বা ক্ষমতার জন্য নিজেকে বিক্রি করতে পারব না: জিএম কাদের
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আজমল হোসেন লেবু সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমাদের মাঝে কোনো কোন্দল নেই। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জাপা চেয়ারম্যানের মনোনয়নপত্র সংগ্রহ করায় আনন্দিত তৃণমূল নেতা-কর্মীরা।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ।
আরও পড়ুন: জনগণ আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন: জিএম কাদের
দুইটি দল শুধু পূজা-নির্বাচনের সময় সংখ্যালঘুদের নিয়ে চিন্তা করে: জিএম কাদের
১১ মাস আগে
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ সোমবার থেকে। যদিও তাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের কাছে বিবেচনাধীন রয়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রি আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
আরও পড়ুন: জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে: চুন্নু
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী ৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি: রওশন
১১ মাস আগে