বাসের হেলপার
ফরিদপুরে বাসের হেলপার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ফরিদপুরে নিউ নূপুর পরিবহনের বাসের হেলপার সাদ্দাম হোসেন (২১) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: হত্যাকাণ্ডের ২৬ বছর পর ২৬ আসামির যাবজ্জীবন
যাবজ্জীবন পাওয়া পাঁচজন হলেন- ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. জনি মোল্যা (৩০), একই এলাকার মেহেদী আবু কাওসার (২৫), শহরের গোয়ালচামট এলাকার মো. রবিন মোল্যা (২৫), রথখোলা এলাকার রাজেস রবিদাস (৩০) ও জেলার সালথা উপজেলার রসুলপুর এলাকার সাজ্জাদ হোসেন মাতুব্বর (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা এলাকায় নিউ নূপুর পরিবহনের একটি বাসের মধ্যে থেকে সাদ্দাম শেখের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৩ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) মো. ছানোয়ার হোসেন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’
আরও পড়ুন: পাবনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
২ মাস আগে
পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত
পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার জুবায়ের রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হোসেন সুমন নামে একজনকে যাত্রীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও হেলপার সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুনের অভিযোগ
নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়ার জাহিদুর রহমান ছেলে। ঘটনার সঙ্গে জড়িত আটক যাত্রী মারুফ হোসেন সুমন সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
নিহতের পরিবার জানান, ঢাকার গাবতলী থেকে বাস যাত্রীর সঙ্গে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামলে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির চালক ও সুপারভাইজারের সঙ্গে মারামারি শুরু করেন। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের টেক ইউনিভার্সিটিতে ছুরিকাঘাতে আহত ৪, সন্দেহভাজন আটক
গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত
১ বছর আগে