আকরাম খান
শ্রীলঙ্কার সঙ্গে ফিল্ডিং মিস করার কারণেই আমরা হেরেছি: আকরাম খান
বিসিবি পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, শ্রীলঙ্কার সঙ্গে ফিল্ডিং মিস করার কারণেই আমরা হেরেছি। আমাদের বাজে ফিল্ডিংর কারণে তা হয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার এসব কথা বলেন।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
এই সময় আকরাম খান বলেন, চাঁদপুর জেলাটি ইলিশের জেলা হিসেবে যেমন পরিচিতি পেয়েছে, একদিন এই জেলার ক্রিকেটারদের কারণে চাঁদপুর আরও পরিচিত পাবে।
তিনি বলেন, চাঁদপুরে যদি আমাকে ভালো জায়গার ব্যবস্থা করে দেয় তাহলে আমি ক্রিকেট বোর্ডের মাধ্যমে চাঁদপুরে মাঠ তৈরি করে দিবো। এর আগেও খেলোয়ার হিসেবে চাঁদপুরে এসেছিলাম।
আরও পড়ুন: ক্রিকেটার আকরাম খানের ছোট ভাই আকবর খানের মৃত্যু
তিনি বলেন, চট্টগ্রামের ১১ জেলার মধ্যে চাঁদপুরের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এই জেলা থেকে আরও ভালো ক্রিকেটার তৈরি করতে হলে নিয়মিত অনুশীলনীর ব্যবস্থা করতে হবে। আর যদি নতুনভাবে মাঠের ব্যবস্থা করা হয় তাহলে ক্রিকেটাররা মাঠে সারা বছরই অনুশীলন করতে পারবে।
আরও পড়ুন: ডমিঙ্গো অন্যরকম, বললেন আকরাম খান
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।
২ বছর আগে
সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম সাহিদা আক্তার (২৫)।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, আকরাম খানের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পড়ুন: জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ২৫ সেপ্টেম্বর
অপ্রীতিকর ঘটনা এড়াতে কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি
২ বছর আগে
ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স আবারও ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবিতে ফিরছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । ৫৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেট কোচ জেমি এক দশক পর আবার বিসিবিতে যোগ দিচ্ছেন। এর আগে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। ২০১১ বিশ্বকাপের পর তার সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি।
শুক্রবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, জেমি আগামী ফেব্রুয়ারিতে আবার বিসিবিতে যোগ দিতে প্রস্তুত। তবে তার ভূমিকা পরে নির্ধারণ করা হবে। সে আমাদের যেকোনো ইউনিটের জন্য কাজ করতে পারে, সেটা অনূর্ধ্ব-১৯ হোক বা এইচপি বা জাতীয় দল।
অন্যদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান ছিলেন আকরাম খান।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত পরিচালক তানভীর আহমেদ টিটু এবং ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জালাল।
শিগগিরই বিস্তারিত কমিটি প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বিসিবির সপ্তম সাধারণ নির্বাচন হয়েছে যেখানে তৃতীয়বারের মতো বোর্ড সভাপতি হয়েছেন নাজমুল।
আরও পড়ুন: আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন
২ বছর আগে
আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার জানিয়েছেন, আকরাম খান আপাতত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন।
পাপন বলেন, আকরাম বলেননি যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আকরাম বলেছে আমার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ক্রিকেট পরিচালনা কমিটিতে অনেক কাজ আছে এবং তাকে অন্য কোনো পদে নিয়োগ দিলে তার কোনো আপত্তি নেই।
একদিন আগে আকরামের স্ত্রী জানিয়েছেন, আকরাম বিসিবি পদ থেকে পদত্যাগ করতে চলেছেন যাতে তিনি পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
তবে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন, তিনি আশা করছেন নাজমুল বিসিবিতে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন।
তবে কেন হঠাৎ করে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য বোর্ডের সভাপতির প্রয়োজন হল তা তিনি বিস্তারিত বলেননি।
পাপন বলেন, আমরা ২৪ ডিসেম্বর নতুন কমিটি গঠন করব এবং আকরাম ক্রিকেট পরিচালনা প্রধান হিসেবে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। বর্তমানে,তিনি অন্তর্বর্তী ভিত্তিতে এই কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন: করোনা নেগেটিভ হলেন ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার
বোঝাই যাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরাজয়ের পর বোর্ড আকরামকে নানাভাবে উপেক্ষা করছিল।
তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ঘরের মাঠে পাকিস্তান সিরিজের আগে দল কখন প্রস্তুতি শুরু করেছে তাকে ভালোভাবে জানানো হয়নি। বিসিবি যখন মোহাম্মদ সালাহউদ্দিনকে বিসিবিতে সহকারী কোচের দায়িত্ব নিতে বলেছিল তখনও তার সঙ্গে পরামর্শ করা হয়নি। এই বিষয়গুলোই হয়তো আকরামের সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে।
২ বছর আগে
বিসিবি থেকে পদত্যাগ করছেন আকরাম খান, জানালো পরিবার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন আকরাম খান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের পরিবার সোমবার এ তথ্য জানিয়েছে।
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের চরম বিপর্যয়ের পর বিসিবির কিছু সিদ্ধান্তে আকরামকে উপেক্ষা করা হয়।
ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাকে উপেক্ষা করে জাতীয় দলের পরিচালক হিসেবে খালেদ মাহমুদকে নিয়োগ দেয় বোর্ড। এটি তিনি ভালোভাবে নেননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিবারের এক সদস্য।
আকরামের স্ত্রী সাবিনা আকরাম বলেন, ‘এটি পারিবারিক সিদ্ধান্ত। আকরাম তার জীবনের অধিকাংশ সময় ক্রিকেট নিয়ে কাটিয়েছেন। আমরা চাই এখন তিনি পরিবারকে আরও সময় দিক। আর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে থাকলে তা তিনি করতে পারবেন না।’
এর আগে আকরাম পদত্যাগ করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন সাবিনা আকরাম।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে আকরামকে ২০১৪ সালে নিয়োগ দেয়া হয়। ২০১৫ সালে এক বছরের জন্য নাঈমুর রহমান দুর্জয় এ দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালে আকরাম আবার ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
এ বিষয়ে জানতে আকরাম খানকে পাওয়া যায়নি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
সোমবার সন্ধ্যা পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী আকরাম খানের সিদ্ধান্তের বিষয়ে অবগত না।
আরও পড়ুন: এবার ব্যাংকের পরিচালক হচ্ছেন সাকিব
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
২ বছর আগে
করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে ভর্তি
বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচলাক আকরাম খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার চিকিৎসকের পরামর্শে তার হাসপাতালে ভর্তিল খবর ইউএনবিকে নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরী।
গত শনিবার (১০ এপ্রিল) আকরাম খানের করোনা পজিটিভ ধরা পরে। এরপর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।
সাবেক এই অধিনায়কের পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই আকরাম খান কাশির সমস্যায় ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হলেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
এদিকে, করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগের খেলা।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকার ১৪ - ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে। এর আগে ৫ এপিল (সোমবার) থেকেই দেশে লকডাউন চলে আসছে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি ছিল একদিনে বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
৩ বছর আগে
করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক আকরাম খান
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোমআইসোলেশনে রয়েছেন।
আকরামের পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইউএনবিকে জানিয়েছে,সাবেক এই অধিনায়ক গত কয়েকদিন ধরেই কোভিড-১৯ এর নানা উপসর্গে ভুগছিলেন, তাই পরীক্ষা করান।
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি
আকরাম স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন,তারদেহে করোনভাইরাসের উপসর্গগুলো দেখা দিলেতিনি কোভিড-১৯ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।
আকরাম খান বলেন, 'আমি গত কয়েকদিন ধরে ঠান্ডা ও গলা ব্যথায় ভুগছি, তাই আমি নিজেই পরীক্ষা করাই। বর্তমানে, আমি হোম আইসোলেশনে আছি। শনিবার আমার পরিবারের অন্য সদস্যরা কোভিড-১৯ পরীক্ষা করাবে।'
আরও পড়ুন: শচীন টেন্ডুলকার করোনায় আক্রান্ত
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিসিবি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বাকি ম্যাচ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার থেকে সরকার সাত দিনের লকডাউন কার্যকর করলেওলোকজন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। এতে আরও সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে, সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।
৩ বছর আগে
রাতে দেশে ফিরছেন সাকিব
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান রাতেই (বাংলাদেশ সময়) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইউএনবিকে নিশ্চিত করেছেন।
৩ বছর আগে
শাস্তি কমছে শাহাদাতের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার বলেছেন, পেসার শাহাদাত হোসেনের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
৩ বছর আগে
সাকিবের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অলরাউন্ডার সাকিব আল হাসানের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে।
৩ বছর আগে