ফলে বাংলাদেশ দলকে সাকিব আল হাসানকে ছাড়াই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি২০ খেলার জন্য উড়াল দিতে হবে।
সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসবে তৃতীয় সন্তান। চলতি সপ্তাহের শুরুর দিকে পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন জানান এ অলরাউন্ডার।
বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ড সফরের পর আমরা সাকিবকে পাবো। সে এই সফরের সময়ে ছুটি চেয়েছিল এবং আমরা তা মঞ্জুর করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা শেষে সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন তিনি।
আরও পড়ুন: ঢাকা টেস্টে খেলছেন না সাকিব
১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, সাকিবের রাজকীয় প্রত্যাবর্তন
আইসিসির দশক সেরা ওয়ানডে দলে সাকিব
সাকিবকে বিগ ব্যাশে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি
টেস্টেও দুর্দান্ত প্রত্যাবর্তন হয় তার। প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন তিনি। তবে ইনজুরির কারণে ম্যাচের বেশিরভাগ সময়ই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ৬ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটের ব্যবধানে হারে।
এদিকে ইনজুরির কারণে ঢাকা টেস্টে সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে সফররত ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার ৫ উইকেটে ২২৩ রান করেছে।
ক্যারিবিয় বাটসম্যান এনক্রুমা বোনার ৭৪ ও জশুয়া দা সিলভা ২২ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম দিনের প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজ কার্যত সবকিছু নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হলেও, দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ম্যাচে ক্যারিবিয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এ সিদ্ধান্ত যে খারাপ ছিল না তা ক্রেইগ ও জন ক্যাম্পবেলের উদ্বোধনী জুটি সহজেই প্রমাণ করে দেয়। খেলার ২১তম ওভারে তাইজুল ইসলামের বলে ক্যাম্পবেল এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে এ জুটি থেকে আসে ৬৬ রান।
তবে দ্বিতীয় সেশনে ২৯ ওভারে মাত্র ৬২ রান দিয়ে তিন উইকেট তুলে নেন টাইগাররা।
বাংলাদেশের হয়ে পেসার আবু জায়েদ ৪৬ রানে এবং তাইজুল ৬৪ রানে দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া সৌম্য সরকার ১টি উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।
আরও পড়ুন: অলরাউন্ডার সাকিবের শ্বশুরের ৭২ বছর বয়সে মৃত্যু