কুড়াল
জয়পুরহাটে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু !
পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের কালাইয়ে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে গুরুতর আহত আব্দুল আলিম (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অভিযুক্ত ছেলের নাম রিজভি আহম্মেদ (২১)।
নিহতের পরিবার ও কালাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে জয়পুরহাটের কালাইয়ের আনিপুকুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলে রিজভি আহম্মেদ বাবা আব্দুল আলিমকে কুড়াল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার (আব্দুল আলিমের) মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে রিজভি পলাতক রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাবলু ফকির বাদি হয়ে রিজভি ও তার স্ত্রী জান্নাতি বেগমকে আসামি করে কালাই থানায় হত্যা মামলা করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আহত আব্দুল আলীমের মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
জয়পুরহাটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
১ বছর আগে